Escape Sequence in C Programming Bangla Tutorial - 10

Escape Sequence কি ?

সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এ যখন সি প্রোগ্রামে কিছু Backslash Character  ব্যবহার করা হয় যা আউটপুট  ফাংশন হিসেবে কাজ করে। সাধারণত Backslash (\) দেওয়ার পরে একটি  ক্যারেক্টার ব্যবহার করা হয়।নিচে Escape Sequence এর লিস্ট গুলো দেখলে বুঝতে পারবে।

List of Escape Sequences in C:

Escape SequenceMeaning
\aAlarm or Beep
\bBackspace
\fForm Feed
\nNew Line
\rCarriage Return
\t Tab (Horizontal)
\vVertical Tab
\\Backslash
\'Single Quote
\"Double Quote
\?Question Mark
\nnnoctal number
\xhhhexadecimal number
\0Null

এখন Escape Sequence এর এই প্রোগ্রামটি কম্পাইলারে রান করে দেখঃ

Escape Sequence Example

  1. #include<stdio.h>    
  2. int main()
  3. {    
  4.  int number=50;  
  5.  printf("You\nare\nlearning\n\'c\' language\n\"Do you know C language\"");         
  6. return 0;  
  7. }     

Output:
You
are
learning
'c' language
"Do you know C language"

খেয়াল করে দেখ যে  \n  ব্যবহার করেছি এবং  \n  এর মাধ্যমে নতুন লাইন তৈরি করে।

এছাড়াও   \"  ব্যবহার করেছি এবং  \"  এর মাধ্যমে  ডাবল কোটেশন প্রকাশ করে।

এখন নিজে নিজে সব গুলো Escape Sequence চেষ্টা করে দেখতে হবে।

মনে রাখতে হবে, প্রোগ্রামিং শিখার জন্য প্রচুর পরিমানে সময় দিতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে।

ধৈর্য্য হারানো যাবে না,লেগে থাকতে হবে।


1 Response to Escape Sequence in C Programming Bangla Tutorial - 10

  1. Very good explanation of C Escape sequence in Bangla

    ReplyDelete